প্রতারক প্রেমিকা

কিছু মানুষ আপনার সাথে এমনভাবে জড়িয়ে থাকবে, যেনো সাপও না মরে লাঠিও না ভাঙ্গে। 

আমি তাঁর দ্বিতীয় ভালোবাসা ছিলাম। সম্পর্কের ঠিক ১ বছর পর সে তাঁর প্রথম ভালোবাসার কথা আমাকে বলেছিলো,এটা ছিলো প্রথম বিশ্বাসঘাতকতা। 

তার প্রথম প্রেম ছিলো ৮ বছরের।

প্রথম ভালোবাসায় যখন দূরত্ব সৃষ্টি হয়,ঠিক সেই সময়টাতে আমার সাথে তাঁর পরিচয় হয়েছিলো। 

লং ডিসটেন্স রিলেশন ছিলো তাই সব খুঁজ রাখা সম্ভব হতো না।

আমাকে ভালোবাসা সত্ত্বেও সে তাঁর প্রথম প্রেমিকের সাথে দেখা করতো,তাঁকে জড়িয়ে ধরে কান্না করতো,তাঁকে ছাড়া সে বাঁচবে না।

সে শুধু একজনের বিশ্বাস নষ্ট করে নি,প্রথম প্রেমিককে সে ফিল করাতো সে শুধু তাঁকেই ভালোবাসে,অন্য কেউ তাঁর জীবনে নেই ।অপরদিকে আমাকে ফিল করাতো সে তাঁর অতীতকে ভুলে গিয়েছে। দুজনেই সাথেই সে সম্পর্ক ঠিক রেখে চলতো। প্রথম প্রেমিকের জন্য সে প্রায়ই মায়া কান্না করতো।

তাই ঐ ছেলেটা সম্পুর্ণভাবে মুভ অন করতে পারতো না। আমাকে যখন বেটার অপশন মনে হয়েছে তখন সে আস্তে আস্তে প্রথমজনের সাথে দূরত্ব বাড়াতে থাকে,কিন্তু যোগাযোগ বন্ধ রাখে নি। মানে সাপও মরবে না লাঠিটাও ভাঙ্গবে না,এমন একটা অবস্থা। 

তাঁর এই ছলনার জন্য,তাঁর মায়া কান্নার জন্য প্রথম প্রেমিক তাঁকে ভুলতে পারতো না,মুভঅন করতে পারতো না,সে ফিল করতো এতো ভালোবাসে আমাকে...!!

কিন্তু তাঁর এই ভয়ংকর মুখোশের কাহিনী টা জানতো না। 

তাঁর প্রথম ভালোবাসার কথা জানার পর খুব কষ্ট পেয়েছিলাম,সে বলেছিলো আর কখনো ভুল করবে না,তাঁকে বিশ্বাস করে সব মেনে নিয়েছিলাম। কিন্তু প্রথম বিশ্বাসঘাতকতার পর দ্বিতীয়বার বিশ্বাস করটাই ছিলো সবচেয়ে বড় ভুল। যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করতে পারে,সে বারবার একি কাজ করতে পারে।

দ্বিতীয় প্রেমের বয়স যখন ৩ বছর,তখন হটাৎ জানতে পারি সে তাঁর ভার্সিটির এক ছেলেকে পছন্দ করেছে,তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক...!!

আশ্চর্য হয়ে গেলাম শুনে,তাঁকে বিষয়টা জিজ্ঞেস করাতে সে সারাসরি অস্বীকার করলো।

বললো ২য় প্রেম করেছি বলে, ১৪ টা প্রেম করবো নাকি...!

সে দ্বিতীয় প্রেমে জড়িয়ে যেভাবে প্রথম প্রেমিককে ঠিক রাখতো,ঠিক সেইম প্রক্রিয়ায় ৩য় প্রেমে জড়িয়ে ২য় জনকে ঠিক রাখতে চেয়েছিলো।🙂

যেনো সাপও না মরে লাঠিটাও না ভাঙ্গে। বেটার অপশন মনে করে সে সুযোগ বুঝেই মানুষ চেইন্জ করেছে,বারবার বলার পরেও যখন সত্যি সে প্রকাশ করলো না,তখন তাঁকে প্রমানসহ তাঁদের প্রেমের কথা জানান দিলাম। ঐ দিকে ৩য় প্রেমিকও জানতো না তাঁর অতীত সম্পর্কে। 

১ম প্রেমিকও জানতো না তাঁর ২য় প্রেম সম্পর্কে। 

সে সবার কাছে লয়াল😁

১ম প্রেমিকের সাথে আমার ফেসবুকে আগে থেকেই পরিচয় ছিলো,কিন্তু আমি তার Ex এর প্রেমিক সেটা সে জানতো না।

এতো বিশ্রী কাহিনী করার পর, একটা সময় মনে হলো প্রতারনার চক্রটা প্রকাশ করা উচিৎ। 

১ম প্রেমিক কে সব সত্যি জানালাম,তার ২য় এবং ৩য় প্রেমের কথা। সে সাথে সাথেই বাকরুদ্ধ হয়ে পড়লো। সে আমকে সব সত্যি জানাতে শুরু করলো,আমি আগেই জেনে গিয়েছিলাম যে সে তাঁর সাথে ভুলে একবার দেখা করেছে,তারপর সে ভাই আমাকে জানালো সে মাঝে মধ্যেই তাঁর সাথে দেখা করতো, ঘুরাঘুরি করতো,মাঝে মধ্যে জড়িয়ে ধরে কান্না করতো...!! 

এসব কথা আমি পরে জানতে পেরেছি, যখন তাঁকে সব সত্যি জানিয়েছিলাম।

অন্যদিকে ৩য় প্রেমিকের সাথে সম্পর্কে জড়িয়ে, আমাকে জড়িয়ে ধরে বলতো ভালোবাসি তোমাকে..!!


একটা মানুষ কতটা অসৎ হতে পারে,কতটা ছলনাময়ী হতে পারে,কতটা বিশ্বাসঘাতক হতে পারে...!!!

প্রতারক প্রেমিকা



শুধু নিজের স্বার্থের জন্য, সে সবার বিশ্বাস নিয়ে ছলনা করতো।

সে হয়তো ভুলে গিয়েছিলো,অন্ধকারে যা ঘটে তা এতদিন আলোতে আসতে পারে।

আমি সব সত্যি প্রকাশ করায় আমি তাঁর লাইফের নাকি বাজে অধ্যায় হয়ে গিয়েছি।অথচ প্রতারনা তাঁর একটা নেশা। মানুষ চেনা ভয়ংকর কঠিন। মানুষ চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে। যাঁরা জেনেশুনে ইচ্ছে করে আপনার সাথে প্রতারনার জাল বুনে, তাঁদের মনে কোন মায়া,পিছুটান একদম থাকে না। আমার সাথে প্রতারনা করার পর আমি যখন সব জেনে গিয়েছিলাম তখন সে আমাকে বলেছিলো, তুমি জাহান্নামে যা-ও, তুমি মরে গেলেও আমি তোমার মুখ দেখতে চাই না আর কখনো।

বিশ্বাস করেন,তখন বুঝতে পেরেছিলাম তাঁরা নিজের জন্য কতটা স্বার্থপর, কতটা অমানবিক।

Previous Post Next Post