জীবন সম্পর্কে কিছু কথা

4


You have to wait 15 seconds.


জীবন সম্পর্কে কিছু কথা

জীবন সম্পর্কে কিছু কথা
 জীবন সম্পর্কে কিছু কথা

পৃথিবীর সবচেয়ে বড় সত্যি হলো, প্রতিটি প্রানীকেই মৃত্যু র স্বাদ গ্রহন করতে হবে।

দুনিয়ায় প্রতিটি মানুষই মরণশীল। এ জীবনটা খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী  জীবনটাই গুরুত্বপূর্ণ। এ ক্ষণস্থায়ী জীবনের উপর নির্ভরশীল পরকালের জীবন,সুতরাং এই ক্ষনস্থায়ী জীবনের মুল্য অনেক। মানুষ যেটুকু হায়াত পায়, সে হায়াতকে যেভাবে কাজে লাগাবে তারই ফল সে আখিরাতে ভোগ করবে। মানুষ চলে গেলেও তার কর্মের প্রভাব বা কীর্তি থেকে যায়। কিছু কাজ অব্যাহতভাবে তার নেকীর পরিধিকে বৃদ্ধি করতে থাকবে। যাকে বলা হয় সাদাকাতুল জারিয়া। আবার কিছু কাজের প্রভাব বা কীর্তি যা তার গুনাহের পাল্লাকে ভারী করতে থাকে। যে মানুষ তার কাজের পরিণামের কথা চিন্তায় রেখে কর্ম সম্পাদন করে, সে মানুষটিই আসলে বুদ্ধিমান।

রাসূলে কারীম (ﷺ) ইরশাদ করেছেন, মানুষকে যখন কবরস্ত করার জন্য নিয়ে যাওয়া হয় তখন ৩টি জিনিস তাকে অনুসরণ করে। স্বজন, সম্পদ এবং আমল। কেবল আমলই তার সঙ্গী হয় বাকী দুটো ফিরে যায়।  

অতএব নিজ আমল এবং তার পরিণতির কথা চিন্তা করে আসুন নিজেকে গড়ি।

Previous Post Next Post